November 30, 2024
খেলাধুলা

ব্রাজিলের সামনে ‘দেয়ালে পিঠ ঠেকে যাওয়া’ ইকুয়েডর

গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচেই জয়। এই তিন জয়ে এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক ব্রাজিল। এবারের টুর্নামেন্টের ফেবারিট নেইমারের দল। এখনও পর্যন্ত ৯টি গোল দিয়ে হজম করেছে মাত্র একটি। কলম্বিয়ার বিপক্ষে ২-১ জয়ী ম্যাচে ওই একটি মাত্র গোল হজম করে তারা।

ব্রাজিলের সামনে শেষ ম্যাচে আজ ‘দেয়ালে পিঠ ঠেকে যাওয়া’ ইকুয়েডর। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে সনি সিক্স ও টেন ওয়ান।

এবারের কোপা আমেরিকায় এখনও পর্যন্ত কোনো ম্যাচেই জয় পায়নি ইকুয়েডর। আগের তিন ম্যাচের দুটিতে ড্র করে অর্জন করেছে মাত্র ২ পয়েন্ট। কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য ইকুয়েডরের প্রধান লড়াই ভেনেজুয়েলার সঙ্গে। সেই লড়াইয়ে টিকতে হলে ব্রাজিলের বিপক্ষে জিততেই হবে তাদের।

‘বি’ গ্রুপে কলম্বিয়ারই শুধু ৪টি নির্ধারিত ম্যাচ শেষ। ৪ পয়েন্ট নিয়ে এখনও তারা দ্বিতীয় স্থানে রয়েছে। ভেনেজুয়েলা এবং ইকুয়েডর যদি নিজেদের শেষ ম্যাচে জিতেও যায়, তাতেও কলম্বিয়ার খুব একটা সমস্যা হবে না।

কারণ, পেরুর সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। সুতরাং, এই গ্রুপে এখন বাঁচা-মরার লড়াই পেরু, ইকুয়েডর এবং ভেনেজুয়েলার। যার মধ্যে জয়-পরাজয় হলে দুটি দলই উঠবে। ভিন্ন কোনো ফল হলে বাদ যাবে ইকুয়েডর কিংবা ভেনেজুয়েলাই।

শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে তাই মরিয়া ইকুয়েডর। যে করেই হোক তাদের জিততে হবে। অন্যদিকে এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ব্রাজিল কোচ তিতে চিন্তা করছেন, কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেবেন। তবে, যাকেই বিশ্রাম দিন না কেন, নেইমার একাদশে থাকছেন এটা নিশ্চিত। এমনকি তাকে অধিনায়কত্বের আর্মব্যান্ডও পরিয়ে দেয়া হতে পারে।

আন্তর্জাতিক ফুটবলে এখনও পর্যন্ত ব্রাজিল আর ইকুয়েডর মুখোমুখি হয়েছে মোট ৩৩ বার। এর মধ্যে ২৭বারই জিতেছে ব্রাজিল। সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বে কিছুদিন আগেই ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছিল নেইমার অ্যান্ড কোং। কোপা আমেরিকায় আজ কী হবে?

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *