ব্রাজিলের মুরগির মাংসে করোনা ভাইরাস: চীন
ব্রাজিল থেকে আমদানি করা হিমায়িত মুরগির পাখায় করোনা ভাইরাস পাওয়া গেছে। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেন কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে
মার্কিন সংবাদ মাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, করোনা মহামারির শুরু থেকেই চীন আমদানি করা খাদ্য পণ্য পরীক্ষা করছে। নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই তারা ব্রাজিল থেকে আমদানি করা হিমায়িত মুরগির পাখনা পরীক্ষা করে। এতে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
তবে একইসঙ্গে আনা অন্য খাদ্য পণ্যে করোনার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
ব্রাজিল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
শেনজেনের মহামারি সুরক্ষা ও নিয়ন্ত্রণ কার্যালয় জানায়, আমদানি করা গোশত ও সামুদ্রিক খাবার নিয়ে লোকজনকে আরও সতর্ক হতে হবে। সংক্রমণ ঝুঁকি এড়াতে সচেতনতা বাড়াতে হবে।