November 30, 2024
আন্তর্জাতিক

ব্রাজিলের মানুষদের ‘জঙ্গলি’ বলে ক্ষমা চাইলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

‘ব্রাজিলের মানুষ জঙ্গল থেকে এসেছে এবং আর্জেন্টিনার লোকজন এসেছে ইউরোপ থেকে’- এমন মন্তব্যের পর বুধবার (১০ জুন) ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

এক টুইট বার্তায় আলবার্তো ফার্নান্দেজ বলেন, ‘কাউকে ক্ষুব্ধ করতে চাইনি’ কিন্তু কেউ অসন্তুষ্ট হয়ে থাকলে ‘আমাকে ক্ষমা করুন’।

সম্প্রতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন, ‘ব্রাজিলিয়ানরা জঙ্গলের লোক, তারা জঙ্গল থেকে এসেছে আর আমরা আর্জেন্টাইনরা এসেছি ইউরোপ থেকে। ’

সফররত স্প্যানিশ প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ বুয়েনস আয়ার্সে স্থানীয় সময় গত মঙ্গলবার ব্যবসায়ীদের এক বৈঠকে উপস্থিত হন। বৈঠকে আর্জেন্টাইন প্রেসিডেন্ট ফার্নান্দেজও উপস্থিত ছিলেন। তখন ফার্নান্দেজ বলেন, ‘আমরা ইউরোপীয়। আমরা ইউরোপ থেকে এসেছি এবং ইউরোপীয় ধারায় সভ্যতা গড়ে তুলেছি। ’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *