ব্যাটারী চালিত ভ্যান-রিক্সা বন্ধের প্রতিবাদে আন্দোলন সংগ্রাম কমিটি গঠন
খানজাহান আলী থানা প্রতিনিধি
নগরীতে ব্যাটারী চালিত ভ্যান–রিক্সা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন সংগ্রাম কমিটি গঠনের লক্ষ্যে খানজাহান ্আলী ও আড়ংঘাটা থানা এলাকার ব্যাটারী চালিত ভ্যান– রিক্সা চালক শ্রমিকদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আছরবাদ ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্বরে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
মো. শেখ জামাল সরদারের সভাপতিত্বে এবং মো. রেজাউল মোল্যার পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী খলিফা। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী। বক্তৃতা করেন, মো. জিয়াউর রহমান, মো. মিজান হাওলাদার, মো. আবু বক্কর মোড়ল, আ. হাই, রাধা কান্ত মন্ডল, মো. আলামিন প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি মো. রেজাউল মোল্যা, সহ–সভাপতি আ. হালিম, সাধারণ সম্পাদক মো. গাউস শেখ, সহ–সাধারণ সম্পাদক শওকত শেখ, সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর এবং প্রচার সম্পাদক মো. লিটন মোল্যাকে করে আন্দোলন সংগ্রাম কমিটি গঠন করা হয়। সভায় নেতৃবৃন্দ শ্রমজীবি মানুষের জীবন জীবিকায় কর্মে হস্থক্ষেপ না করার জন্য কেসিসির মেয়রের প্রতি আহবান জানানা।