November 27, 2024
আন্তর্জাতিক

ব্যাগে মদের বোতল, বিমানবন্দরে ধরা পড়ে যা করলেন তরুণী

বিমানযাত্রায় হ্যান্ড ব্যাগেজে ১০০ মিলি লিটারের বেশি তরল বহন করা যায় না। তা সত্ত্বেও অনেকে ভুল করে ফেলেন।

ভুলবশতই ব্যাগে রেখে দেন বেশি পরিমাণে। এজন্য বিমানবন্দরে সমস্যায় পড়তে হয়।

নিরাপত্তা তল্লাশির সময় এ ধরনের অনেক জিনিসপত্রই ফেলে দিতে হয়। যদি কিছু তরল জিনিসপত্র কিনতে হয়, তাহলে সেটা নিরাপত্তা তল্লাশির পরে।

নিউজএইটিনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক তরুণীর ব্যাগে মদের বোতল থাকায় তা সিকিউরিটি চেকে আটকে দেওয়া হয়। কিন্তু ওই তরুণী এবং তার বন্ধুরা দামি মদ এভাবে ফেলে দিতে চাননি। তাই কোনো উপায় নেই দেখে সিকিউরিটি চেকের সামনে দাঁড়িয়ে মদের বোতল খুলে খেতে শুরু করেন তারা। ডেকে ডেকে অন্য নারী যাত্রীদেরও খাওয়ানো হয়।

একদল নারী যাত্রীর এমন কাণ্ড দেখে সবাই অবাক। টিকটকে এই ভিডিও পোস্ট করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।

নারী যাত্রীরা বলেন, আমাদের যখন সঙ্গে নিতে দেওয়া হয়নি, তখন এভাবে সবাইকে খাইয়ে দিয়েছিলাম।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
জেএইচটি

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *