January 20, 2025
আঞ্চলিকলেটেস্ট

ব্যাংকের মাধ্যমে জুন মাসের মজুরি পেলেন খুলনার পাটকল শ্রমিকরা

দ. প্রতিবেদক
ব্যাংকের মাধ্যমে জুন মাসের চার সপ্তাহের মজুরি পেয়েছেন খুলনা অঞ্চলের ৮টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। আজ মঙ্গলবার বিকাল থেকে শ্রমিকদের ব্যাংক একাউন্টে মজুরির অর্থ প্রদান করা হয়। লাইনে দাঁড়িয়ে শ্রমিকরা নিজেরাই তাদের মজুরি উত্তোলন করেন।
এ বিষয়ে প্লাটিনাম জুট মিলের শ্রমিক মিজানুর রহমান বলেন, বিকাল থেকে ব্যাংক থেকে মজুরি তোলা শুরু হয়েছে। জুন মাসের চার সপ্তাহের মজুরি প্রদান করেছে মিল কর্তৃপক্ষ।
মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন জানান, দুপুরে ব্যাংকে টাকা এসেছে। শ্রমিকরা নিজ নিজ একাউন্ট থেকে টাকা তুলছেন।
প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান মো. গোলাম রব্বানী জানান, মঙ্গলবার বিকাল থেকে শ্রমিকদের ব্যাংকের মাধ্যমে মজুরি প্রদান করা হয়েছে। জুন মাসের চার সপ্তাহের মজুরির বাবদ তার মিলের শ্রমিকদের ৬ কোটি ৬১ লাখ ৫ হাজার টাকা প্রদান করা হয়।
বিজেএমসি খুলনার আঞ্চলিক সমন্বয়ক মো. বনিজ উদ্দিন মিয়া জানান, মঙ্গলবার থেকে খুলনা জোনের আটটি পাটকলের শ্রমিকদের জুন মাসের বকেয়া চার সপ্তাহের মজুরি প্রদান করা হয়েছে। মালিকানা জটিলতার কারণে আলীম জুট মিলের শ্রমিকদের মজুরি এখনো আসেনি।
পাটকলগুলোর সূত্রে জানা যায়, খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম, ক্রিসেন্ট, স্টার, খালিশপুর, দৌলতপুর, আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ণ, যশোরের কার্পেটিং, জেজেআই জুট মিলের শ্রমিকদের জুন মাসের চার সপ্তাহের মজুরি প্রদান করা হবে। এই ৮টি পাকলের শ্রমিকদের ২৭ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে কার্পেটিং জুট মিলে ৬৭ লাখ ৮৪ হাজার টাকা, জেজেআই জুট মিলে ২ কোটি ৮৫ লাখ ৭১ হাজার টাকা, ইস্টার্ণ ১ কোটি ৯৫ লাখ ৩৮ হাজার টাকা, ক্রিসেন্ট ৬ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার টাকা, প্লাটিনাম জুট মিলের ৬ কোটি ৬১ লাখ হাজার ৫ টাকা, স্টার জুট মিলে ৪ কোটি ৬২ লাখ ৮৯ হাজার টাকা, খালিশপুর জুট মিলে ৩ কোটি ৩০ লাখ ৮১ হাজার ও দোলতপুর জুট মিলে ৫১ লাখ ৭৩ হাজার টাকা। তবে মালিকানা জটিলতার কারণে আলীম জুট মিলের শ্রমিকদের মজুরি আসেনি।
এদিকে, এর আগে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী পাটকল শ্রমিকদের জুন মাসের চার সপ্তাহের মজুরি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হচ্ছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অওতাধীন বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)-এর নিয়ন্ত্রণাধীন আলিম জুট মিল বাদে অন্যান্য পাটকল শ্রমিকদের ‘জাতীয় মজুরি স্কেল,২০১৫’ অনুযায়ী ৫ জুলাই জুন মাসের বকেয়া মজুরি পরিশোধে ৫৮ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। বরাদ্দকৃত এ অর্থ শ্রমিকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেওয়া হবে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *