November 28, 2024
জাতীয়লেটেস্ট

ব্যাংকের ঋণ-আমানত সীমায় ছাড়

বেসরকারিখাতে ঋণপ্রবাহ বাড়াতে ব্যাংকগুলোর ঋণ-আমানত সীমায় (এডিআর) ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো ১০০ টাকার আমানত সংগ্রহ করলে ৮৭ টাকা ঋণ বিতরণ করতে পারবে। আগে বিতরণ করতে পারতো ৮৫ টাকা।

এছাড়া ইসলামী ব্যাংক ১০০ টাকা আমানত সংগ্রহ করলে দিতে পারবে ৯২ টাকা। আগে বিতরণ করতে পারতো ৯০ টাকা।

রোববার (১২ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বেসরকারিখাতে ঋণপ্রবাহ গতিশীল করতে ও ব্যাংকিং খাতের সার্বিক উন্নয়নে অর্থনীতিতে করোনা ভাইরাসের বিরূপ প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর ঋণ-আমানত সীমা সাধারণ ব্যাংকের জন্য ৮৭ শতাংশ এবং ইসলামী ব্যাংকের জন্য ৯২ শতাংশ বহাল থাকবে বলেও জানানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *