December 22, 2024
জাতীয়

ব্যাংককে মার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ১

দক্ষিণাঞ্চল ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বিপণি বিতানে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে ব্যাংকক পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ জানিয়েছে, ব্যাংককের ভিক্টরি মনুমেন্টের কাছে সেঞ্চুরি মুভি প্লাজায় ব্যক্তিগত বিরোধ থেকে গুলির এ ঘটনা ঘটেছে, বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়েছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় নাখম রাচসিমা শহরে এক উন্মত্ত সৈন্যের গুলিতে ২৯ নিহত হওয়ার ১০ দিন পার খোদ রাজধানীতে আরেকটি গুলির ঘটনা ঘটল।

পুলিশ কর্মকর্তা কর্নেল ক্রিসানা পাত্তানাচারোয়েন রয়টার্সকে বলেন, একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের পরিচয় জানেন তারা আর তাকে ধরতে অভিযান চলছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *