বৈশাখী ভাতা প্রদান করায় লিয়াজোঁ কমিটির কৃতজ্ঞতা
গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো এমপিও-ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখীভাতা প্রদান করায় মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দ মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ড. দীপুমনি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই প্রথমবার বৈশাখীভাতা প্রাপ্তির মধ্য দিয়ে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হলো। নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, বাঙালি জাতি যখন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন পালন করবে তার পূর্বে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি’র সকল লক্ষ্যমাত্রায় কাক্সিক্ষত সাফল্য অর্জনের জন্য দেশের দ্বাদশশ্রেণি পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা এবং জাতীয়করণ করবেন।
বিবৃতিদাতারা হলেনÑলিয়াজোঁ কমিটির আহŸায়ক ড. মোঃ ইদ্রিস আলী, সদস্য সচিব প্রদীপ কুমার সাহা, যুগ্ম আহŸায়ক জসিম উদ্দিন আহমেদ, মোঃ নূরুল ইসলাম, শিক্ষক নেতা শেখ মোহাম্মদ, শেখ হাফিজুর রহমান, আমানুল্লাহ আমান, মোঃ মুজিবর রহমান প্রমুখ।