বৈদ্যুতিক সমস্যার সমাধান, করোনার কিট উৎপাদনে গণস্বাস্থ্য
করোনা পরীক্ষার কিট উৎপাদনে গণস্বাস্থ্য কেন্দ্রের বৈদ্যুতিক ও যান্ত্রিক সমস্যার সমাধান হয়েছে। বর্তমানে আবারও পুরো দমে কিট উৎপাদনের কাজ চলছে। আগামী সপ্তাহে স্যাম্পল হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে পরীক্ষার জন্য ১০ হাজার কিট দেওয়ার প্রত্যাশা করছে গণস্বাস্থ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এ তথ্য জানান।
জাফরুল্লাহ চৌধুরী বাংলানিউজকে বলেন, ল্যাবের বৈদ্যুতিক ও যান্ত্রিক সমস্যার কারণে প্রত্যাশা অনুযায়ী গত ১১ এপ্রিল সরকারকে ১০ হাজার কিট প্রদান করতে পারিনি। প্ল্যান্টে আধা মিনিটের বিদ্যুৎ বিভ্রাট হলেই কিটের কেমিক্যালগুলো রিঅ্যাকশনে নষ্ট যায়। এর আগে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় ওই ব্যাচের সব কিট ফেলে দিতে হয়েছে। এসব বিষয়ে তো আর ঝুঁকি নেওয়া যায় না।
‘তবে বর্তমানে আমাদের কিট উৎপাদন চলছে। আশা করছি আগামী ২৩ এপ্রিল সরকারকে স্যাম্পল হিসেবে ১০ হাজার কিট দিতে পারবো। এরপর সরকার অনুমোদন দিলে আমরা ব্যাপক আকারে দেশের মানুষের জন্য করোনা পরীক্ষার কিট উৎপাদনে যেতে পারবো।’