November 24, 2024
আন্তর্জাতিক

বেড়েছে জ্বালানি তেলের দাম, যুক্তরাষ্ট্রে পেট্রলে রেকর্ড

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় চার শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রেও পেট্রলের দাম রেকর্ড ছুঁয়েছে। অপরদিকে করোনার বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে চীন। এমন পরিস্থিতিতে যদি ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে সরবরাহ সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, শুক্রবার (১৩ মে) ব্রেন্ট ফিউচারের দাম ব্যারেলপ্রতি চার দশমিক ১০ ডলার বেড়ে ১১১ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে যা, তিন দশমিক আট শতাংশ বেশি। একই সময়ে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম চার দশমিক ৩৬ ডলার বেড়ে ১১০ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে, যা চার দশমিক এক শতাংশ বেশি।

ডব্লিউটিআইয়ের দাম পরপর তিন সপ্তাহ বেড়ে ২৫ মার্চের পর সর্বোচ্চ হয়েছে। এদিকে মজুত কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে রেকর্ড হয়েছে। জানা গেছে, পরপর ছয় সপ্তাহ মজুত কমায় মূল্য ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ হয়েছে।

মিজুহোর এনার্জি ফিউচারের এক্সিকিউটিভ ডিরেক্টর রবার্ট ইয়াগার বলেন, মার্চের পর পেট্রলের মজুত বাড়েনি। কিন্তু গ্রীষ্মকালীন ছুটিতে গাড়ি চালানোর হার বাড়ায় পেট্রলের চাহিদা বেড়েছে।

মার্কিন অটোমোবাইল কর্তৃপক্ষ এএএ জানায়, শুক্রবার পেট্রলের দাম বেড়ে সর্বোচ্চ হয়েছে। এতে প্রতি গ্যালন পেট্রলের দাম দাঁড়িয়েছে চার দশমিক ৪৩ ডলার ও ডিজেল দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৫৬ ডলারে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *