বেড়িবাঁধ নির্মাণ করে নিরাপত্তা নিশ্চিত করেছিলেন বঙ্গবন্ধু : এমপি বাবু
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমপি বাবু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী সমৃদ্ধিশালী, ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তিনি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরেই ১৯৭২ সালের ২২ ফেব্রæয়ারী পাইকগাছার আলমতলায় ওয়াপদা বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করার মাধ্যমে উন্নয়নের শুভসূচনা এবং উপক‚লীয় এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।
তিনি গতকাল সোমবার সকালে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত নির্বাচনী এলাকা পাইকগাছার আলমতলার ওয়াপদার বেড়িবাঁধ নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জী, মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এমদাদুল হক শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। বক্তব্য রাখেন, পাউবো’র সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন, কেন্দ্রীয় ছাত্রলীগনেতা আফি আজাদ বান্টি, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, টিএম হাসানুজ্জামান, শেখ জামাল হোসেন, জেলা ছাত্রলীগনেতা মাসুদুর রহমান মানিক, পার্থ প্রতীম চক্রবর্তী, যুবনেতা শফিকুল ইসলাম মোড়ল, কবির উদ্দীন সরদার, সালাউদ্দীন কাদের ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।