January 21, 2025
জাতীয়

বেড়াতে এসে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় বন্যহাতির আক্রমণে শাহীন মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নে সীমান্তবর্তী দিঘলকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীন নরসিংদী জেলার রায়পুর উপজেলার বহরমপুর গ্রামের বাসিন্দা।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, নরসিংদী থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে আসা শাহিন বুধবার দুপুরে হাতি দেখতে দিঘলকোন পাহাড়ি এলাকায় গেলে আক্রমণের শিকার হন। হাতির আক্রমণে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শাহীনের বাড়ি খবর দেওয়া হয়েছে। তারা এলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ওসি।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *