January 19, 2025
জাতীয়লেটেস্ট

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধনধারী শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা

দেশের বেসরকারি স্কুল-কলেজগুলোতে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিমকোর্টের অবকাশকালীন সময় পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ্‌ মিয়া।

শিক্ষকদের করা এক আবেদনের শুনানিতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ।

এই আদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) দেয়া হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ্ মিয়া। এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানিতে তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *