January 19, 2025
আঞ্চলিকলেটেস্ট

বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের তিন দিনের কর্মসূচি ঘোষণা

ফুলবাড়ীগেট প্রতিনিধি
ব্যক্তিমালিকানাধীন বন্ধকৃত সকল কলকারখানা চালু, বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর জরুরী সভা সোমবার সকাল ১০ টায় এ্যাজাক্স জুট মিল শ্রমিক ক্লাবে অনুষ্ঠিত হয়।
বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মুন্সি লিয়াকত আলী, মোঃ সেকেন্দার আলী, কাবিল হোসেন, মোঃ বক্তিয়ার, ওয়াহেদ মুরাদ, মোঃ নুর ইসলাম, নিজামউদ্দিন, আজাহার, মোঃ আবজাল হোসেন, মোঃ লুৎফর রহমান, ওবায়দুল ইসলাম, বিল্লাল হোসেন, শেখ আফিল উদ্দিন, মিহির রঞ্জন বিশ্বাস, বিল্লাল মোড়ল, মোঃ ফজলুল হক, মোঃ মোকছেদ প্রমুখ।
সভায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ শ্রমিকদের ঘোষিত ৬ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান। এছাড়া ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামি ২৫ নভেম্বর মহসেন শ্রমিক কলোনিতে শ্রমিক জনসভা, ২৬ নভেম্বর আফিল জুট মিল মজদুর ইউনিয়নে শ্রমিক সভা ও ২৭ নভেম্বর বিকাল ৩টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা।
বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান জানান, এর মধ্যে যদি শ্রমিকদের ন্যায় সঙ্গত ৬ দফা দাবি পূরণ করা না হয় তাহলে রাজপথ, রেলপথ অবরোধসহ লাগাতার কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *