বেসরকারি কলেজে তিন মাসের মধ্যে অধ্যক্ষ নিয়োগের নির্দেশ
দক্ষিণাঞ্চল ডেস্ক
বেসরকারি কলেজ, স্কুল অ্যান্ড কলেজ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আগামী তিন মাসের মধ্যে নিয়মিত অধ্যক্ষ নিয়োগের নির্দেশ দিয়েছে সরকার। বেসরকারি কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় ঢাকা বোর্ডের আওতাধীন এসব প্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগের নির্দেশ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে এই বোর্ড।
গত বছরের ২৮ অগাস্ট শিক্ষা মন্ত্রণালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষ এবং ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়। গত ২৫ ফেব্র“য়ারি ওই নিষেধাজ্ঞা তুলে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে নতুন করে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারণ করে দিয়েছে।
অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়ে ঢাকা বোর্ড তাদের আওতাধীন প্রতিষ্ঠানে আগামী তিন মাসের মধ্যে নিয়মিত অধ্যক্ষ নিয়োগের নির্দেশ দিয়েছে।
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (পাস) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের এই দুটি ডিগ্রির মধ্যে একটিতে প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে, শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
এছাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ বা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত হতে হবে। অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
স্নাতক (পাস) মহাবিদ্যালয়ের অধ্যক্ষ: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (পাস) ও স্নাতকোত্তর ডিগ্রীধারীদের এই দুটি ডিগ্রীর মধ্যে একটিতে প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে, শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
এছাড়া কলেজে ডিগ্রি কলেজের অধ্যক্ষ অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজ বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (পাস) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের এই দুটি ডিগ্রির মধ্যে একটিতে প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে, শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
এছাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ বা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত হতে হবে। অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (পাস) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের এই দুটি ডিগ্রির মধ্যে একটিতে প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে, শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
এছাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ বা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত হতে হবে। অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।