December 21, 2024
জাতীয়

বেশি দামে মাস্ক বিক্রি: দারাজে র‌্যাবের অভিযান

দক্ষিণাঞ্চল ডেস্ক

বিশ্বজুড়ে মহামারির রূপ নেওয়া করোনা ভাইরাসের আতঙ্ক এখন বাংলাদেশেও। দেশে করোনা ভাইরাসের রোগী শনাক্তের খবরের পর থেকেই মাস্কের দাম কয়েকগুণ বেশি আদায় করছেন অসাধু ব্যবসায়ীরা।

সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে এ বাড়তি দাম আদায়ে পিছিয়ে নেই বিভিন্ন অনলাইন মার্কেটিং প্লেসও। শুরু থেকেই এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতায় এবার সুপরিচিত অনলাইন মার্কেট প্লেস দারাজের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রবিবার বিকেল থেকে রাজধানীর বনানীতে দারাজের প্রধান কার্যালয়ে অভিযান শুরু করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব জানায়, দারাজ ডটকমের ওয়েবসাইটে সরকার নির্ধারিত মূল্যের কয়েকগুণ বেশি দামে মাস্ক বিক্রির প্রমাণ রয়েছে। এমন বেশকিছু অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া র‌্যাবের র্নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, করোনা মোকাবিলায় সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে দারাজের ওয়েবসাইটে সরকার নির্ধারিত দামে চেয়ে কয়েকগুণ দামে মাস্ক বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তাই প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *