November 25, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

বেলায়েত হোসেন বাচ্চু মিয়া ছিলেন আ’লীগের দুঃসময়ের কাণ্ডারি : সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি
খুলনা নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বেলায়েত হোসেন বাচ্চু মিয়া ছিলেন আ’লীগের দুঃসময়ের কাণ্ডারি। তিনি বঙ্গবন্ধুর নির্দেশে খুলনার রাজনীতিতে সক্রিয় হন। তিনি এম এ বারী, শামসুর রহমান মানি, এম এমদাদুল হকসহ নেতৃবৃন্দকে সাথে নিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন। তিনি জীবনের সবকিছু ত্যাগ করে রাজনীতি করেছেন। তবুও তিনি কখনও পিছপা হননি। তাদের ত্যাগ তীতিক্ষার ফলে খুলনার আওয়ামী লীগ আজ শক্তিশালী। তারা নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে রাজনীতি করেননি। তাদের মত মুজিব আদর্শের নেতাদের ত্যাগকে সামনে নিয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়ন করতে হবে।
বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহচর, বাংলাদেশ আ’লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নগর আ’লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, সদর থানা আ’লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আ’লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার সভাপতি বিএম জাফর, সদর থানা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার মেয়ে নূরিনা রহমান বিউটি। স্মরণ সভা পরিচালনা করেন নগর আ’লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শেখ মো. ফারুক আহ্মেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. মো. আলমগীর কবির, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, মো. মফিদুল ইসলাম টুটুল, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, এস এম আকিল উদ্দিন, রনজিত কুমার ঘোষ, পীর আলী, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, বাদল সরদার বাবুল, চ. ম মুজিবুর রহমান, শেখ আবিদ উল্লাহ, হালিম হাওলাদার, এ্যাড. শামীম মোশাররফ, শেখ হাসান ইফতেখার চালু, মো. সিহাব উদ্দিন, এ্যাড. শামীম আহমেদ পলাশসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুর রহীম।

জেলা আ’লীগ : খুলনা জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আ’লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধ্যা বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিকাল গতকাল বৃহস্পতিবার সাড়ে ৪টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।
জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ্যাড, রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, মোস্তফা কামাল পাশা খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম, সদস্য অসিত বরণ বিশ্বাস, পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, অমিয় অধিকারী, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, উজ্জল দাস, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, চিশতি নাজমুল বাসার সম্রাট, খায়রুল বাসার, আলমগীর হোসেন রাজু, সাইফুল ইসলাম সাইফ, মোঃ সালাহউদ্দিন, রুবেল হোসেন, আব্দুল খালেক স্বাধীন, বিশ্বজিত মন্ডল, তুর্য প্রমুখ।
এছাড়াও উক্ত দোয়া মাহফিলে ২৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটুর পিতা ও সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ একরামুল হক এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি ও কয়রা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি এস এম জিয়াদ আলীর সুস্থতা কামনা করা হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *