বেনাপোল সীমান্তে ১০ স্বর্ণের বারসহ আটক ১
দক্ষিণাঞ্চল ডেস্ক
বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ১০টি স্বর্ণের বারসহ জিহাদ আলী (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সকাল ১১টার দিকে ৪৯ ব্যাটালিয়নের কাশিপুর ক্যাম্পের সদস্যরা এ স্বর্ণের চালানটি উদ্ধার করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাদিপুর গ্রাম দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে কাশিপুর বিওপি’র সদস্যরা সাদিপুর গ্রাম অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ জিহাদকে আটক করে। আটক হওয়া স্বর্ণের সিজার মূল্য ৬৯ লাখ ৯৬ হাজার (ঊনসত্তর লাখ ছিয়ানব্বই হাজার) টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানায়, আটক হওয়া জিহাদ আলীকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।