বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতের ৭০ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে এপথে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বন্ধ হয় কার্যক্রম।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ সভাপতি আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে ৭০ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে কিছুটা স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম। রোববার (২৭ জানুয়ারি) সকাল থেকে পুনরায় এ পথে দু’ বন্দরের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে বেনাপোল ইমিগ্রেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় দু’হাজার পণ্যবাহী ট্রাক। এসব পণ্যের মধ্যে অধিকাংশ রয়েছে শিল্পকারখানার কাঁচামাল ও পচনশীল পণ্য।