November 29, 2024
জাতীয়

বেনাপোলে ১৪টি স্বর্ণে বার উদ্ধর, আটক ১

দক্ষিণাঞ্চল ডেস্ক
বেনাপোলে ১৪টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে; স্বর্ণের বারগুলো ভারতে পাচার করা হিচ্ছিল বলে বিজিবি জানিয়েছে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ইমরান উল­াহ সরকার বলেন, শনিবার রাতে পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্টের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক দিলীপ হাওলাদার (৩৫) শার্শা উপজেলার বেনাপোলের পুটখালী পূর্বপাড়া ক্ষুদিরাম হাওলাদারের ছেলে।
ইমরান উল­াহ সরকার বলেন, ভারতে স্বর্ণপাচারের গোপন সংবাদ পেয়ে পাঁচভুলোট বিওপি’র একটি টহলদল অভিযান চালিয়ে দিলীপকে আটক করে। পরে তার দেহ তল­াশি করে অভিনব পদ্ধতিতে স্যান্ডেলের সোলের ভেতর লুকানো অবস্থায় ১৪টি স্বর্ণের বার পাওয়া যায়।
আটক সোনার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম, যার বাজার মূল্য ৮১ লাখ ৫০ হাজার টাকা বলে তিনি জানান। আটক দিলীপের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা করে উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *