বেনাপোলে ১০ লাখ টাকাসহ ৪ হুন্ডি ব্যবসায়ী আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক : যশোর-বেনাপোলে সড়কের আমড়াখালীতে একটি বাসে তল্লাশি চালিয়ে ১০ লাখ টাকাসহ চার হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (১১ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের ইনছান আলীর ছেলে সাহেব আলী (২৬), বরিশালের বিমানবন্দর থানার কলস গ্রামের মন্টু লাল দাসের ছেলে শিপন দাস (৩৮), মাদারীপুরের আদমপুর এলাকার সামছুদ্দিনের ছেলে পলাশ (৩৫) ও বেনাপোল পোর্ট থানার আমড়াখালী গ্রামের হযরত আলীর ছেলে মহিবুর রহমান (৩৫)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোলে সড়কের আমড়াখালীতে একটি বাসে তল্লাশি চালিয়ে ১০ লাখ টাকাসহ চার হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া ১০ লাখ টাকাসহ চার হুন্ডি ব্যবসায়ীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।