বেনাপোলে ১০ লাখ টাকাসহ ২ হুন্ডি ব্যবসায়ী আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে ১০ লাখ টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বেনাপোলের ছোটআচড়া গ্রামের আফসারের ছেলে রশিদ (৩০) ও বাহাদুরপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে মিনার বিশ্বাস (৩২)।
বিজিবি জানায়, দুই হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমাণে টাকা নিয়ে বেনাপোল থেকে খ্লুনার দিকে যাচ্ছেন এমন গোপন সংবাদে ৪৯ বিজিবি সদস্যরা যশোর-বেনাপোল সড়কের আমড়াখালীতে চেকপোস্ট বসিয়ে তলাশি চালান। এ সময় একটি পিকআপভ্যান থামিয়ে দুই জনের শরীর তলাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।