বেনাপোলে র্যাবের অভিযানে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
দ. প্রতিবেদক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) খুলনার একটি দল যশোরের বেনাপোলের পুটখালী এলাকা থেকে ৯টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলিসহ হাবিবুর রহমান বিশ্বাস (৩৯) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। হাবিবুর পুটখালীর মৃত কোরবান আলী বিশ্বাসের ছেলে। গত শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে পুটখালী থেকে হাবিবুরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে হাবিবুরের পুটখালির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ির রান্নাঘরে থাকা ড্রামের ভেতর থেকে দু’টি প্যাকেটে রাখা নয়টি বিদেশি পিস্তল, ১৯টি ম্যাগজিন, ৪৯ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ অস্ত্রগুলো দেশের সন্ত্রাসীদের কাছে পাঠানোর উদ্দেশে মজুদ করার কথা স্বীকার করেছেন হাবিবুর।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ