January 22, 2025
জাতীয়

বেনাপোলে বিপুল ডলারসহ ভারতীয় আটক

দক্ষিণাঞ্চল ডেস্ক

যশোরের বেনাপোলে বিপুল পরিমাণ ইউএস ডলার, টাকা ও ইমিটেশন গহনাসহ এক ভারতীয়কে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার দুপুরে আমড়াখালী বিজিবি চেকপোস্টে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে। আটক রাকেশ মন্ডল (৫০) ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার সোড়াখাল গ্রামের গোলাম মন্ডলের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা বলেন, বিজিবি চেকপোস্টে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি এসি বাসে তল­াশি করে ২১ লাখ ৬৬ হাজার ৭৭০ টাকা মূল্যমানের মালামাল উদ্ধার করা হয়েছে।

সেলিম রেজা বলেন, গোপন সংবাদ পেয়ে ওই বাসে তল­াশি করে সন্দেহ আচরনের জন্য রাকেশকে আটক করা হয়।  পরে তার পরিহিত কেডসের সোলের নিচে ২৫ হাজার ইউএস ডলার পাওয়া যায় এবং ব্যাগ তল­াশি করে তিন হাজার ৭৭০ টাকা, দেড় কেজি ইমিটেশন গহনা ও চারটি থ্রি পিস উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *