September 21, 2024
খেলাধুলা

বেনফিকার বিপক্ষেও নেই মেসি

টানা দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না পিএসজি। লিগ ওয়ানে রাঁসের বিপক্ষে ম্যাচ মিস করার পর চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষেও খেলবেন না রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

ইউরোপ সেরার মঞ্চে গ্রুপ পর্বে গত বুধবার বেনফিকার বিপক্ষে প্রথম দেখায় পিএসজির ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে শুরুর একাদশে ছিলেন মেসি। প্রথমার্ধে দলের একমাত্র গোলটি করেন তিনিই।

পরে ৮১তম মিনিটে মেসিকে তুলে নেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। ম্যাচের পর জানা যায়, ক্লান্তির কারণে মেসির ইশারা পেয়ে তাকে তুলে নেন কোচ।

এরপর মেসির মৃদু চোট সমস্যার কথা জানান পিএসজি কোচ। সে কারণে আর্জেন্টাইন তারকাকে খেলাননি রাঁসের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে। ওই ম্যাচের আগে গালতিয়ে বলেন, রোববার অনুশীলনে যোগ দেবেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

চ্যাম্পিয়ন্স লিগে আগামী মঙ্গলবার বেনফিকার বিপক্ষে খেলবে পিএসজি। এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি মেসিকে। সোমবার দলের সবশেষ অনুশীলনেও ছিলেন না সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

কাতার বিশ্বকাপ খুব দূরে নয়। এই সময়ে আর্জেন্টিনা অধিনায়কের কোনো ধরনের ঝুঁকি না নেওয়া খুব স্বাভাবিক। তাকে নিয়ে একই অবস্থান ফরাসি ক্লাবটিরও।

লিগ ওয়ানে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মার্সেই। লিগে আগামী রোববার এই দুই দল মুখোমুখি হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শতভাগ ফিট মেসিকে পেতেই হয়তো বেনফিকার বিপক্ষে তাকে রাখা হয়নি।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও করান ৮টি।

চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে বেনফিকা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *