December 22, 2024
খেলাধুলা

বেনজেমার সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি বাড়ালো রিয়াল

করিম বেনজেমার সঙ্গে আগামী ২০২২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ালো রিয়াল মাদ্রিদ। যদিও গ্রীষ্মে ফরাসি এই ফরোয়ার্ডের সঙ্গে অফিসিয়ালি চুক্তি স্বাক্ষর করবে লস ব্ল্যাঙ্কোসরা। ফলে তার বর্তমানে মেয়াদের সাথে আরও এক বছর যোগ হলো। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত রিয়ালে থাকার কথা ছিল তার।

ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল ছাড়ার পর স্প্যানিশ জায়ান্টদের মূল ভরসার নাম হয়ে ওঠেন বেনজেমা। আর তার সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বেতনও বাড়ানোর কথা রয়েছে।

৩২ বছর বয়সী বেনজেমার ২০২২ সালে ৩৪-এ গড়াবে। ফলে বড় কোনো চুক্তিতেও যেতে চাচ্ছেন না তিনি। যেখানে বর্তমান খেলোয়াড়দের মধ্যে তিনিই দলের সর্বোচ্চ গোলদাতা।

২০০৯ সালে ফরাসি ক্লাব লিঁও থেকে রিয়ালে পাড়ি দেন বেনজেমা। এখন পর্যন্ত লা গ্যালাকটিকোদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮৮ ম্যাচে ২৩৮ গোল করেছেন তিনি। রিয়ালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি ৬ নাম্বারে রয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *