বেগুন যখন বোমা
অনলাইন ডেস্ক
গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ ভবনের ডিন কার্যালয়ের পাশে টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান অনুষদের নিরাপত্তাকর্মীরা। পরে তারা কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। এরপর গতকাল রাতে প্রক্টরিয়াল বডির কাছ থেকে খবর পেয়ে পুলিশ পুরো এলাকাটি ঘিরে রাখে এবং হাটহাজারী থানা থেকে কাউন্টার টেররিজম ইউনিট এর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এসে বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।
পরে তারা পরীক্ষা করে নিশ্চিত হন আসলে বোমা নয় বরং সেটি একটি কালো টেপে মোড়ানো বেগুন।
ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে বেগুন বোমার মত করে সাজিয়ে রাখা হয়েছিল।
অবশ্য এর আগে বুধবার সীতাকুণ্ডের ভোলাগিরি এলাকার একটি গলি থেকে একটি পরিত্যক্ত বোমা উদ্ধার করে সেটি নিষ্ক্রিয় করে কাউন্টার টেরোরিজম ইউনিট।