বেগম রিজিয়া নাসের’র মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগের শোক
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু পরিবারের একমাত্র অভিভাবক, বঙ্গবন্ধুর ভ্রাতা শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র একমাত্র চাচী, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল উদ্দীন, নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবুর মাতা বেগম রিজিয়া নাসের আজ রাত আনুমানিক ৯:১৫ ঘটিকার সময় ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
তার মৃত্যুতে আমরা খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহপাক রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন…আমিন। শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ