বেগম রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান অব্যাহত
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতৃবধূ, শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী বেগম রাজিয়া নাসের এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দ্বিতীয় দিনের মতো নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও এর সহযোগী, অঙ্গ সংগঠন।
জেলা পরিষদ : রতœগর্ভা মাতা ধৈর্য, সাহস ও সংগ্রামের প্রতিচ্ছবি বেগম রাজিয়া নাসের এর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে খুলনা জেলা পরিষদ। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ এর সভাপতিত্বে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও নগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারী, নগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক অলমগীর কবীর, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবুর রহমান, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান চৌধুরী মো. রায়হান ফরিদ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল, সংরক্ষিত সদস্য অ্যাড. জেসমিন পারভীন জলি, মো. সরদার আবু সালেহ, মোল্লা আকরাম হোসেন, শেখ কামরুল হাসান টিপু, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমানসহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। স্মরণ সভা ও দোয়া মাহফিল শেষে গরীব, অসহায় এবং দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
জেলা যুবলীগ : জেলা যুবলীগ এর উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, মোহাম্মদ আলী জিন্নাহ, বদরুল আলম তয়ন, কবির আহমেদ মনা, বিবেকানন্দ রায়, রাফেল হোসেন বাবু, চঞ্চল রায় প্রমুখ।
খালিশপুর থানা স্বেচ্ছাসেবক লীগ : খালিশপুর থানা স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার আসর নামাজ বাদ নগরীর খালিশপুর গোল চত্বর বায়তুল আমান জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিল এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন নগর আ’লীগের সহ-সভাপতি মো: শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন নগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম. এ নাসিম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। আরও উপস্থিত ছিলেন আব্দুল মজিদ বকুল, হাসান মো: হাফিজুর রহমান, আব্দুর রহমান, ইমরুল ইসলাম, মো: জিলহাজ¦ হাওলাদার, শাহরিয়ার মাহমুদ রিয়াদ।
খালিশপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম অভির পরিচালনায় আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন মিলন, শরিফুল ইসলাম প্রিন্স, কাজী ইউসুপ আলী মন্টু, মো: মোজাহার হোসেন, মোস্তফা কামাল, শরিফুল ইসলাম কাজল, এম আসিফ সবুজ প্রমুখ। দোয়া অনুষ্ঠানে বেগম রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
জেলা কৃষকলীগ জেলা কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া গতকাল বুধবার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিকউজ্জামান অশোকের পরিচালনায় মুখ্য আলোচক ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, আইন বিষয়ক সম্পাদক এড. নবকুমার চক্রবর্তী, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল আলম, সদস্য জামিল খান ও শিউলি সরোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি এসএম জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাক মোঃ হাতেম আলী, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, কৃষকলীগ নেতা খান মোশারেফ হোসেন (কুটি), আব্দুল মান্নান শেখ, আনিছুর রহমান মাছুম, মাহমুদুল হাসান শামীম, নাজমুল তারেক তুষার, ববি পারভীন, রেখা খানম, শেখ আবুল, দিপা বিশ্বাস, ফরিদা ইয়াসমিন, আব্দুর রহিম শেখ, মোঃ সাইফুল, সোহাগ হাওলাদার, নূর মোঃ রিপন, টিকেন্দ্র নাথ, জামাল ব্যাপারী, রাজু হালদার, মোঃ ওবায়দুল, মোঃ রানা, তোরাব আলী, স্বপ্নীল, সাব্বির হোসেন, মিজানুর রহমান, মোঃ মোতালেব, কুলসুম খাতুন, মোঃ লেলিন, জুয়েল হাওলাদার, সুখি খাতুন, মোঃ ইউনুস, জ্যোতি প্রমুখ।
১০নং ওয়ার্ড যুবলীগ : খালিশপুর ১০নং ওয়ার্ডস্থ খাদেমুল ইসলাম মসজিদে বাদ জোহর বেগম রাজিয়া নাসের এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম, নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর রহমান লিটন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন মিল্লা, যুবনেতা রাজিব খালিশপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি জসিমসহ এলাকার মুরুব্বিগণ।
২৭নং ওয়ার্ড যুবলীগ : দোয়ার আয়োজন করেছে ২৭নং ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ। বাদ আসর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের সদস্য ও ওয়ার্ড যুবলীগের আহŸায়ক মোঃ আবুল হোসেন, নগর ছাত্রলীগ নেতা কামরুজ্জামান ইমরান, এস এম সাঈদুজ্জামান, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ ইব্রাহিম আহম্মেদ তপু, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ, সাগর মজুমদার, মোঃ আছাদুরজামান সবু, মোঃ শেখ রাসেল, এস এম শরীফুল ইসলাম (সোহাগ), নুর মোঃ রুম্মান, মোঃ আফজাল হোসেন, মোঃ ফারুক প্রমুখ। দোয়া পরিচালনা করেন রসুলবাগ মসজিদের ইমাম মোঃ মাহম্মুদ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ : রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব দাস এর সঞ্চালনায় গতকাল বুধবার দুপুরে এবং বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় সন্ধ্যায় রূপসা ও বটিয়াঘাটায় কোরআনখানি, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, সাবেক যুগ্ম-আহŸায়ক মোতালেব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন আমিরপুর ইউপি চেয়ারম্যান জিএম মিলন, আমিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রেজাউল ইসলাম রাজা, মোঃ ফেরদাউস রহমান, মঈনউদ্দীন মাসুদ রানা, জিহাদুল চৌধুরী মিলন, এমদাদুল হক সুমন, শেখ আলী রেজা, মোঃ ওয়াহিদুজ্জামান, আল মাহমুদ প্রিন্স, আনসার আলী বাদল, মোঃ আজিজ মিয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন, আবু হাফিজ বাবু, মিরাজুল ইসলাম, অরিন্দম গোলদার, মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ মারুফ হোসেন, ইমরান হোসেন জাকি, মৃণাল কান্তি বাছাড়, সুরজিৎ মন্ডল, বাধন হালদার, শেখ মোহাম্মদ রাসেল, আবু সালেহ বাবু, হামিম কবির, এইচ এম কামাল, শেখ রায়হান মুন্না, জাহিদ খান, জ্যাকি ইসলাম সজল, কামরুল ইসলাম, হাসানুজ্জামান, মুসা মোল্লা, সোহেল পারভেজ, আব্দুল জব্বার, নিজামুদ্দিন, অমিত মজুমদার, সিদ্দিক চৌধুরী, রবিউল ইসলাম, হাফিজুর রহমান, আরিফ তালুকদার, হেদায়েত মল্লিক, আলি আহম্মেদ, আকুঞ্জি, লিটন রায়, খলিলুর রহমান ইব্রাহিম হোসেন, শফিকুজ্জামান বুলু প্রমুখ।