বৃহত্তর খুলনা ও যশোর জেলা ক্ষুুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের অর্জন শীর্ষক সেমিনার
খানজাহান আলী থানা প্রতিনিধি
বাংলাদেশের বর্তমান সেচের অবস্থা এবং বৃহত্তর খুলনা ও যশোর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের অর্জন শীর্ষক সেমিনার গতকাল শনিবার সকাল ১০টায় শিরোমণি বিএডিসি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএডিসি ঢাকার (ক্ষুদ্র সেচ) প্রধান প্রকৌশলী মো. জিয়াউল হক। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিএডিসি ঢাকার (সত্তক) প্রধান প্রকৌশলী মো. লুৎফর রহমান।
যশোর জেলা সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. আব্দুল্লাহ আল রশীদের সভাপতিত্বে সেমিনারে আলোচনা পেশ করেন যশোর জেলার নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুব আলম, বিএডিসির উপ-পরিচালক মো. লিয়াকত আলী, কুয়েটের সিভিল সিভিল বিভাগের অধ্যাপক ড. আবু জাকির মোর্শেদ, পিডাবলুডি এর এক্রোন্স মো. লতিফুল ইসলাম, বিএডিসির এক্সেন্স মো. মোশারফ হোসেন, বিএডিসির সহকারী প্রকৌশলী মো. হাফিজ ফারুক। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীসহ সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।