December 25, 2024
আঞ্চলিক

বৃহত্তর আমরা খুলনাবাসী’র অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি
একাদশ জাতীয় সংসদের মন্ত্রী সভায় খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হওয়ায় তাঁদেরকে বৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন জানান বৃহত্তর আমরা খুলনাবাসী’র সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি জিএম মহিউদ্দিন, আব্দুস সালাম আকন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, অধ্যাপক মোঃ আলী আকবর, মোঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব ইমতিয়াজ আলী খোকন, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন ও সৈয়দ আলী হাকিম, ডাঃ আব্দুস সালাম, এ্যাড. আমিনুল ইসলাম মিঠু, মনির হোসেন, শাকিল আহমেদ রাজা, ড. এস এম জাকারিয়া, ক্কারী শরীফ মিজানুর রহমান, ডাঃ সৈয়দ আলী হাফিজ, আবুল ফজল, জমশের আলী খান খোকন, মুন্সী আহমেদ হোসেন, ইসরাত আরা হিরা, সাজেদা ইসলাম, খালিশপুর থানা কমিটির সভাপতি আলহাজ্ব তাহেরুল আলম, সবুজুল ইসলাম, জামিল আহমেদ, খলিলুর রহমান প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *