বৃদ্ধ ও পথশিশুদের মাঝে আলোর ছোঁয়া’র খাবার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
আলোর ছোঁয়া বাংলাদেশ (অঈই) কর্তৃক আয়োজিত এতিম, অসহায় ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। খুলনা রেলওয়ে স্টেশন ও স্টেশন সংলগ্ন বস্তির প্রায় ২ শতাধিক শিশু-নারী ও বৃদ্ধদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শেখ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর ছোঁয়া বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও নগর যুবলীগের আহŸায়ক এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু।
এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, ২০নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুক্তা সরদার, সংগঠণের চেয়ারম্যান তালুকদার ইকরাম, সাধারণ সম্পাদক আবুল হাসেম, সহ-সভাপতি শেখ আমান উলাহ, সহ-সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শাওন, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ আলম, শিক্ষা সম্পাদক মো. আজমীর হোসেন, মো. রনি প্রমুখ।