বুয়েটে ভর্তি পরীক্ষার সময় আন্দোলন শিথিল
ভর্তি পরীক্ষার জন্য ১৩ ও ১৪ অক্টোবর কর্মসূচি না রাখার সিদ্ধান্ত জানিয়েছেন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর টানা আন্দোলনে থাকা বুয়েট শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে বুয়েটের শহীদ মিনারে আন্দোলনকারীদের সমাবেশ থেকে এই ঘোষণা আসে।
আন্দোলনকারীদের এক প্রতিনিধি সাংবাদিকদের বলেন, “১৩ ও ১৪ তারিখ ভর্তি পরীক্ষা উপলক্ষে আন্দোলন শিথিল করছি। ভর্তিচ্ছু ১২ হাজার পরীক্ষার্থী এবং অভিভাবকদের এই সময় সর্বোচ্চ সহায়তা দেব।”
আন্দোলনকারীরা ১৪ অক্টোবর বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছে।
আগের দিন বৈঠকে উপাচার্য সাইফুল ইসলাম অধিকাংশ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের ওই প্রতিনিধি বলেন, “আমরা আন্দোলন তুলে নিচ্ছি না, শিথিল করছি।”
শিক্ষার্থীদের বিভিন্ন দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে ধন্যবাদও জানান তিনি।
“প্রধানমন্ত্রী, বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই। বিচার ঠিকঠাক চলছে। আসামিরা গ্রেপ্তার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রয়েছে।
“আমাদের দাবির বাস্তবায়ন শুরু হয়েছে দেখে স্যারদের উপর আমরা আশ্বস্ত হয়েছি। আমাদের বিশ্বাস ভেঙে দেবেন না।”