January 22, 2025
আঞ্চলিক

বুয়েটের ছাত্র আবরার হত্যার বিচারের দাবিতে খুলনায় সনাকের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকান্ডের ন্যায়বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবিতে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় সনাক এর উদ্যোগে খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।

বুয়েটের ছাত্র আবরারের নৃশংস হত্যাকাÐকে একদিকে বাক্স্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত ও অন্যদিকে ছাত্রসংগঠন তথা শিক্ষাঙ্গণের ওপর দুর্বৃত্তায়িত অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিণতি উল্লেখ করে অবিলম্বে বুয়েটসহ দেশের সকল ছাত্রসংগঠনসহ শিক্ষাঙ্গণকে সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মানবন্ধনে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনার সহ-সভাপতি শামীমা সুলতানা শীলু । মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস বন্ধু সদস্য, খুলনা বিশ^বিদ্যালয়ের একঝাঁক শিক্ষার্থী এবং সমমনা এনজিও এর কর্মকর্তাবৃন্দ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *