বুড়িগঙ্গায় নৌকা ডুবে এক পরিবারের ৩ জনের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু। সদরঘাট থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার রাতে উপজেলার তৈলঘাট এলাকায় বুড়িগঙ্গায় নৌকা ডুবির এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রোজিনা বেগম (৪০), মমতাজ বেজম (৫০) ও রোজিনার স্বামী মতিউর রহমান মতি (৫০)।
ওসি রাজ্জাক বলেন, রাতে সদরঘাট থেকে কেরানীগঞ্জে বাড়ি যাওয়ার জন্য বুড়িগঙ্গা নদী খেয়ানৌকা করে পাড় হচ্ছিলেন তারা। এ সময় শরীয়তপুরগামী মানিক-৩ নামের একটি লঞ্চ সদরঘাট ১৩ নম্ব পন্টুন থেকে ছেড়ে পেছনের দিকে যাওয়ার সময় ধাক্কা লেগে পেছনে থাকা তাদের খেয়া নৌকাটি ডুবে যায়। এতে নৌকার চারজনই নিখোঁজ হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে। রাত ১২টার দিকে রোজিনার এবং ১টার দিকে মমতাজের লাশ উদ্ধার করে। শনিবার সকালে মতির লাশ ভেসে উঠলে তার লাশও উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনও আবিদ নামে এক শিশু নিখোঁজ রয়েছে জানিয়ে তিনি বলেন, মতির ছেলে আবিদের (৫) সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।