November 27, 2024
শিক্ষা

বুয়েটের ৩ লাখ স্কয়ার ফুট ছাদে বসবে সোলার প্যানেল

বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সৌর বিদ্যুৎ উৎপাদনে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

বুধবার বুয়েট মিলনায়তনে উপাচার্য সত্য প্রসাদ মজুমদার এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) তানজিদুল আলম এই সমঝোতা চুক্তিতে সই করেন।

এই সময় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমবে পাশাপাশি কমবে পরিবেশ দূষণ।

চুক্তি অনুযায়ী, বুয়েটের ২৪টি ভবনের ৩ লাখ স্কয়ার ফুট ছাদে সোলার প্যানেল স্থাপন করবে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার। এই প্যানেলগুলো থেকে বছরে ৪৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। বুয়েট বিদ্যুৎ পাবে সাশ্রয়ী রেটে। এতে বুয়েটের বছরে ৬০ লাখ টাকা সাশ্রয় হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *