December 26, 2024
জাতীয়

বীরমুক্তিযোদ্ধা আবদুর রহমান বিশ্বাস আর নেই

বটিয়াঘাটা প্রতিনিধি

বীরমুক্তিযোদ্ধা আবদুর রহমান বিশ্বাস (৬৭) আর নেই। তিনি গতকাল সোমবার সকাল ৮টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না …. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মরদেহের উপর জাতীয় পতাকা আচ্ছাদন পূর্বক বিকালে টালিয়ামারা প্রগতি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকোশ দল গার্ড অব অনার প্রদর্শন করে।

আবদুর রহমানের মৃত্যুর খবর শুনে বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে-শেখ আফজাল হোসেন, বিনয় কৃষ্ণ সরকার, ফেরদৌস শেখ, ইকবাল হোসেন, মালেক বিশ্বাস, নিরঞ্জন কুমার রায়, দুলাল রায়, কার্তিক বিশ্বাস, অহিদুজ্জামান, মনিরুজ্জামান, আব্দুস সালাম, অরুন বিশ্বাস, আব্দুল হালিম, মোশারফ হোসেন, ফজলুর রহমান, আব্দুর রাজ্জাক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ তার বাড়িতে ছুঁটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *