বীমা সেক্টরের উন্নয়ন ও সরকারের পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা
তথ্য বিবরণী
বীমা সেক্টরের উন্নয়ন ও সরকারের পরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ড. শেখ মহঃ রেজাউল ইসলাম। খুলনা অঞ্চলের ইনস্যুরেন্স কর্মকর্তারা এ মতবিনিময় সভার আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বীমা সেক্টরে কর্মরত সবাইকে দক্ষতা অর্জন করে এ খাতের মর্যাদা রক্ষা করতে হবে। সরকার দেশকে আর্থিক স্বাবলম্বী হওয়ার দিকে নিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের সাথে নিয়মিত যোগযোগ রক্ষা করে সম্পর্কের দূরত্ব কমাতে বীমা কর্মীদের নির্দেশনা দিন তিনি। তিনি আরও বলেন, বীমা বিষয়ে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা বদল করতে ব্যাপক প্রচারণা চালানো প্রয়োজন। কর্মীদের পেশাগত অবস্থানের উন্নয়ন নিয়ে তাদেরকেই ভাবতে হবে। বীমা খাতের উন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। ব্যক্তির আর্থিক সক্ষমতা অনুযায়ী সঠিক পলিসি বেছে নিতে বীমা গ্রহীতাদের পরামর্শ দিতে বীমা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধান অতিথি। এমডিজির পরে সরকার এখন এসডিজি নিয়ে কাজ করছে। দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আগামীতে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়াতে যাচ্ছে। ‘অনুষ্ঠানে বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের খুলনায় কর্মরত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।