January 20, 2025
জাতীয়

বিয়ের জন্য ডেকে সাতদিন ধরে ধর্ষণ, গ্রেফতার ২

রাজধানীর সবুজবাগে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হওয়ার পর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিরা হলেন সবুজ মিয়া (৩২) ও তার সহযোগী আব্দুস সামাদ (৩৫)।

রোববার (১১অক্টোবর) বেলা ১২টার দিকে শারীরিক পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢামেক হাসপাতালে আনে পুলিশ।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন সরকার জানান, গত ছয় মাস আগে ওই তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সবুজ মিয়ার। এর পরে তাদের মধ্যে প্রমের সম্পর্ক হয়। গত ৪ অক্টোবর সবুজ মিয়া বিয়ের জন্য পূর্ব বাসাবোতে নিজের বাসায় ডেকে নেন ওই তরুণীকে। কিন্তু বিয়ে না করে ১০ অক্টোবর পর্যন্ত সবুজ ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে তরুণী শনিবার রাতে সবুজ মিয়া ও তার সহযোগী সামাদের নামে মামলা করেন। রাতেই আসামিদের গ্রেফতার করা হয়।

এসআই জানান, তরুণীর শারীরিক পরীক্ষার জন্য রোববার বেলা ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *