November 26, 2024
আন্তর্জাতিক

বিহারে ভেজাল মদপানে ২৪ জনের মৃত্যু

ভারতের বিহারে ‘ভেজাল মদ’ পানে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যটির ওয়েস্ট চাম্পারান ও গোপালগঞ্জ জেলায় গত দু’দিনে এসব মৃত্যু হয়েছে বলে শুক্রবার (৫ নভেম্বর) জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। ’

তবে ওই দুটি জেলার প্রশাসন এখন পর্যন্ত  ওই সব মানুষের মৃত্যু কিভাবে হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলায় বিষাক্ত মদ পানে ৬ জনের মৃত্যু হয়। এর ফলে ওই জেলায় মদ পানে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
এছাড়া ওয়েস্ট চাম্পারান জেলার বেতিয়ার তেলহুয়া গ্রামে স্থানীয়ভাবে তৈরি মদ বা হুচ পানে বৃহস্পতিবার ৮ জন মারা গেছেন।

তেলহুয়া গ্রামের বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানায়, বুধবার সন্ধ্যায় মদ পান করে ৮ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়।

বিহারের মন্ত্রী জানক রাম বলেন মৃত্যুর বিষয়টি জানতে পেরে গোপালগঞ্জ সফর করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিষাক্ত মদ পানে মারা যাওয়া ব্যক্তিদের বাড়িতে আমি গিয়েছি। আমার মনে হচ্ছে এটি এনডিএ সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র।’

গোপালগঞ্জের সিনিয়র পুলিশ কর্ম্কর্তা্ আনন্দ কুমার বলেন, ‘গত দুই দিনে জেলার মোহাম্মদপুর গ্রামে কিছু সংখ্যক মানুষ রহস্যজনকভাবে মারা গেছেন। তাদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এটি জানা যাবে।’

স্থানীয় পুলিশ জানায়, ধারনা করা হচ্ছে বিষাক্ত মদ পানে তাদের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজনের শরীর পরিবার দাহ করেছে বলেও জানায় তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *