বিসিবি ভবনে অগ্নিকাণ্ড
দক্ষিণাঞ্চল ডেস্ক
অগ্নিকাণ্ড ঘটেছে ঢাকার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবনে, তবে এতে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি ভবনের একটি স্টোর রুমে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আগুন লাগে বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।
বাহিনীর মিরপুর ইউনিটের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, স্টোর রুমের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে আগুন লেগেছিল। তা আধা ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি তেমন হয়নি জানিয়ে তিনি বলেন, শুধু যন্ত্রটি পুড়ে যায় এবং নিচে থাকা একটি কার্পেট পুড়ে যায়। কী কারণে আগুন লেগেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে আনোয়ার জানান।