‘বিষ ভাইরাস সারাতে পারে’ বিশ্বাসের বলি ইরানের ৭০০ মানুষ
বিষাক্ত মিথানল করোনাভাইরাস সারাতে পারে, এমন মিথ্যা বিশ্বাসের কারণে ইরানে ৭ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
দেশটির ময়নাতদন্ত কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, করোনাভাইরাস মুক্ত হওয়ার আশায় ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিলের মধ্যে বিষাক্ত মিথানল পানে ৭২৮ জন ইরানির মৃত্যু হয়।
প্রকাশিত প্রতিবেন অনুযায়ী, গত বছর অ্যালকোহলের বিষক্রিয়ায় দেশটিতে মাত্র ৬৬ জনের মৃত্যু হয়েছিল।
চলতি মাসের প্রথমদিকে প্রকাশিত সরকারি এক প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাস মহামারীর মধ্যে গত বছরের তুলনায় চলতি বছর ইরানে অ্যালকোহলজনিত বিষক্রিয়ার ঘটনা ১০ গুণ বৃদ্ধি পেয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানৌশ জাহানপুর জানান, মিথানল অ্যালকোহল পানে ৫ হাজার ১১ জন বিষক্রিয়ার শিকার হয়েছেন।
এদের মধ্যে হাসপাতালে ৫২৫ জন ও বাকিরা হাসপাতালের বাইরে মারা গেছেন।
বিষক্রিয়ায় প্রায় ৯০ জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন অথবা ক্ষতিগ্রস্ত চোখের কারণে ভুগছেন বলে জানান জাহানপুর।
স্বাস্থ্য মন্ত্রণারয়ের উপদেষ্টা হোসেইন হাসানিয়ান জানান, দৃষ্টিশক্তি হারানো লোকের সংখ্যা শেষ পর্যন্ত আরও অনেক বেশি হতে পারে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনাভাইরাস প্রাদুর্ভাবে ইরানেরই সবচেয়ে খারাপ অবস্থা। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ও মৃতের সংখ্যা ৫ হাজার ৮০৬ জন।
মিথানলের কোনো গন্ধ বা স্বাদ নেই। বিষাক্ত এই অ্যালকোহল পানে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ শিথিল হয়ে যায় ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। পানের পর বুক ব্যথা, বমি বমি ভাব, ঘন ঘন শ্বাস ছাড়া, অন্ধত্ব ও এমনকি অচেতন হয়ে যাওয়ার মতো লক্ষণ প্রকাশ পেতে পারে।
ইরানে সাধারণভাবে অ্যালকোহল পানে নিষেধাজ্ঞা থাকলেও দেশটির খ্রিস্টান, ইহুদি ও জরথ্রুষ্টবাদীরা একান্তে অ্যালকোহল পান করতে পারেন।
বর্তমানে ইরানে ৪০টি অ্যালকোহল কারখানা আছে যেগুলো মূলত ওষুধ ও স্যানিটাইজিং উপাদান তৈরি করে থাকে।