বিশ্ব শান্তির উদ্দেশ্যে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় সোনাডাঙ্গা যীশু হৃদয় সংগঠনের উদ্যোগে বিশ্ব শান্তির উদ্দেশ্যে এক মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড়টি ঝিনুক সিনেমার সামনে থেকে শুরু হয়ে শিববাড়ী মোড় ঘুরে রূপসা মোড় হয়ে জেলা স্কুলের সামনের রাস্তা দিয়ে সোনাডাঙ্গা বিশপ হাউজে এসে শেষ হয়। এরপর খুলনা ডায়োসিস এর ধর্মপাল বিশপ জেমস রমেন বৈরাগী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। দৌড়ে প্রথম পুরস্কার একটি ৩২ ইঞ্চি এলই ডি টিভি বিজয়ী হন মোঃ জাম্মিম শেখ, দ্বিতীয় পুরস্কার একটি স্মার্ট ফোন বিজয়ী হন আব্দুল কাশেম মল্লিক, তৃতীয় পুরস্কার একটি বাইসাইকেল বিজয়ী হন কে এম সালাউদ্দিন মুসা।
এছাড়াও ছিলো আরো পাঁচটি সান্ত¡না পুরস্কার। পুরস্কার বিতরনী সভায় আরো উপস্থিত ছিলেন ফাদার যাকোব এস বিশ্বাস, উপদেষ্টা, সোনাডাঙ্গা যীশু হৃদয় সংগঠন এবং সংগঠনটির সদস্যগণ।