বিশ্ব ভোক্তা অধিকার দিবস কাল
১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হবে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),খুলনার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করছে। ঐদিন সকাল নয়টায় খুলনা শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হবে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
বিশ্বব্যাপী ক্রেতা, ভোক্তা সংগঠনসমূহের আন্তর্জাতিক প্রতিষ্ঠান কনজুমার্স ইন্টারন্যাশনাল (সিআই) এর উদ্যোগে বাংলাদেশসহ বিশ্বের ১২০টি দেশের ২৪০টিরও বেশি সংস্থা এই দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করে আসছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ মানসম্মত পণ্য’।