বিশ্ব ভালবাসা দিবসে একুশে বইমেলায় ঢল
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার ছিল একুশে বইমেলা, খুলনা’র ১৪ তম দিন। বিশ্ব ভালবাসা দিবসের এই দিনে বইমেলায় ঢল নেমেছিল সর্বস্তরের মানুষের। বিকালে বইলোর মঞ্চে খুলনা সাহিত্য একাডেমীর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপভূমি সংস্কার কমিশনার (যুগ্মসচিব), খুলনা বিভাগ, খুলনা এস. এম রইজ উদ্দিন আহম্মদ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান এবং প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি (ডিবি), কেএমপি মোঃ কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান বাবলু, প্রফেসর ড. এহিয়া, ড. সুরাইয়া ইসলাম হীরা, শেখ আবু আসলাম বাবু, মোঃ জুবায়েদ হোসেন, কে এম সেলিম, আব্দুস সাত্তার শাহারী এবং শেখ আছাদুজ্জামান মিথুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। মঞ্চে সানজিদা তাজরী লিমা রচিত ‘ স্বপ্নের আঙিনা ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। পরবর্তীতে একতারা শিল্পীগোষ্ঠী এবং মিতালী সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রচুর দর্শক শ্রোতা মেলা মঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে।