বিশ্ব পরিবেশ দিবসে মহানগর সিপিবি’র আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মহানগর কমিটি’র উদ্যোগে উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধকরণ ও পরিবেশ দিবসের আলোচনা সভা গতকাল শুক্রবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑসিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার।
এস এ রশীদ, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, দ্বীন মোহাম্মদ, এড. নিত্যানন্দ ঢালী, রুস্তম আলী হাওলাদার, তোফাজ্জেল হোসেন, সরকার ভূষণ চন্দ্র তরুন, রঙ্গলাল মৃধা, সুজিত সাহা, জয়ন্ত মুখার্জী, কামরুল ইসলাম খোকন, শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, শুধুমাত্র পুঁজির জন্য পরিবেশ-প্রকৃতির উপর উন্মাদের ন্যায় আচরণ বন্ধ করতে হবে। নিজেদের স্বার্থে, প্রয়োজনে, অপ্রয়োজনে পরিবেশ-প্রকৃতি থেকে যথেচ্ছভাবে সম্পদ আহরণের মাধ্যমে পরিবেশ-প্রকৃতির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করে পরিবেশের ভারসাম্য নষ্ট করে বিষিয়ে তোলা হয়েছে। যার ফলশ্রæতিতে প্রকৃতি মানুষের সাথে বিরূপ আচরণ করছে। মানুষের স্বার্থেই মানুষকে পরিবেশ থেকে যত্রতত্র সম্পদ আহরণ, নদী-খাল দূষণ, দখল, বন ধ্বংস, জলাশয়-পুকুর ভরাট প্রভৃতি থেকে বিরত থাকতে হবে। শুধুমাত্র পৃথিবী থেকে নিলেই চলবে না, কিছু দিতে হবে। জেলার বটিয়াঘাটা, পাইকগাছা ও কয়রায় সিপিবি’র উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালিত।