বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
বিশ্বব্যাপী ২৪ হতে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্ব টিকাদান সপ্তাহ পালন করা হচ্ছে। বিগত দুই বছর ধরে বিশ্বব্যাপী হাম ও রুবেলা ভাইরাসের সংক্রমণ নতুন করে দেখা দেওয়ায় এবছর বাংলাদেশে টিকাদান সপ্তাহে হামের টিকা দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। হামের এই টিকার প্রথম ভোজ শিশুর নয় মাস বয়স পুর্ণ হলে এবং দ্বিতীয় ডোজ শিশুর ১৫ মাস বয়স পুর্ণ হলে যে কোন টিকাদান কেন্দ্র থেকে দেওয়া যাবে।
‘কার্যকর টিকা, সকলের সুরক্ষা’ শ্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার খুলনা স্কুল হেলথ ক্লিনিক সম্মেলনকক্ষে খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ রাশেদা সুলতানার সভাপতিত্বে বিভাগীয় পর্যায়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, পরিবার পরিকল্পা বিভগের পরিচালক মোঃ শরিফুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিস, পিআইডির উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, ডাঃ মোঃ আরিফুল ইসলাম, কেসিসির স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী প্রমুখ। স্বাগত জানান খুলনা স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাঃ মোঃ মঞ্জরুল মুরশিদ। প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মোঃ আরিফ। এ্যাডভোকেসি সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জেলা ও উপজেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাগণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।