December 22, 2024
খেলাধুলা

  বিশ্ব গণমাধ্যম ও তারকা-কিংবদন্তীদের বাংলাদেশ বন্দনা

ক্রীড়া ডেস্ক

গতকাল রাতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব১৯ ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা। উইকেটের জয়ে এই প্রথম বিশ্বকাপের মঞ্চে শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে বাংলাদেশ। এমন দুর্দান্ত সাফল্যে বিশ্ব গণমাধ্যম তারকাকিংবদন্তী ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন বাংলাদেশের যুবারা।

আইসিসি তাদের পেজের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশ ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ নিশ্চিত করল।

ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো শিরোনাম করেছে, ‘আকবর আলী, শরিফুল ইসলামরা বাংলাদেশকে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ এনে দিলো।

আরেক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ লিখেছে, ‘প্রথমবারের মতো বিশ্বকাপ জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার লিখেছে, ‘কাজে এলো না বিশনোইর স্পেল, ইতিহাস গড়ল বাংলাদেশ।

হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘বিশনোইর পারফরমেন্স ¤øান করে ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ জিতলো বাংলাদেশ। স্কাই স্পোর্টস শিরোনাম করেছে, ‘প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ জিতলো।

এদিকে, বাংলাদেশের যুবাদের প্রশংসায় ভাসাতে সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করেছেন সাবেক ক্রিকেটাররাও। টুইটারে ভারতের স্পিনার হরভজন সিং লিখেন, ‘অনূর্ধ্ব১৯ বিশ্বকাপের দারুণ এক ফাইনাল। বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দলকে অভিনন্দন।

ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান লিখেন, ‘বিশ্বকাপ জয় করায় বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দলকে অভিনন্দন। ভালো চেষ্টা করেছো ভারত দল।

অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় টম মুডি লিখেন, ‘বাংলাদেশ টাইগারদের জন্য দারুণ এক মুহূর্ত। তারাই এটার প্রাপ্য।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার বর্তমানের ধারাভাষ্যকার ইয়ান বিশপ লিখেন, ‘অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ ফাইনালের স্বাদ পেলাম। দারুণ একটি ম্যাচ উপহার দিলো দুদল। প্রথমবার বিশ্বকাপ জয়ে বাংলাদেশকে শুভেচ্ছা। এটা তোমাদেরই প্রাপ্য ছিলো।

 

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *