January 21, 2025
জাতীয়

বিশ্ব ইজতেমায় আত্মশুদ্ধি কামনা

দক্ষিণাঞ্চল ডেস্ক

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি চাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমা। গতকাল রবিবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি ভারতের মাওলানা জমশেদ উর্দু ভাষায় এই মোনাজাত পরিচালনা করেন।

এর আগে সকাল থেকে মোনাজাতে অংশ নেওয়ার জন্য লোকজন আসতে থাকে ইজতেমা মাঠে। সকাল ৯টার আগেই মাঠ কানায় কানায় ভরে যায়। মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেয় অনেক মানুষ।

ভিড় ঠেলে মাঠে পৌঁছাতে না পেরে অনেকে কামারপাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। তারা খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলি শিট বিছিয়ে বসে পড়েন। মোনাজাত উপলক্ষে মাঠের আশপাশের অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল।

মোনাজাতে মাওলানা জমশেদ বলেন, “হে আল্লাহ, তুমি আমাদের ওপর সন্তুষ্ট হও। দুনিয়ার সব বালা-মুসিবত থেকে আমাদের হেফাজত করো। আমাদের ইমান মজবুত করে দাও।”

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *